সূচকের ব্যাপক পতনে লেনদেন শেষ হয়েছে আজ ২০ ডিসেম্বর। এদিন সূচকের পাশাপাশি কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। তবে দৈনিক লেনদেনের পরিমাণ কিছুটা বেড়েছে। দিন শেষে আজ ২৬.৭৪ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে।
জানা যায়, আজ ২০ ডিসেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৬৯ শতাংশ বা ৪৬.৬৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৭৩৬.৫৬ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১০.৫৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৪৩২.৩৫ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৯.০৫ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৫২৮.৬৬ পয়েন্টে।
দিনভর লেনদেন হওয়া ৩৭৪ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০০ টির, কমেছে ২৪১ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ২৬.৭৪ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। সারাদিনে ডিএসইতে ১৮ কোটি ৪৭ লাখ ২৯ হাজার ৯৯০টি শেয়ার ১ লাখ ৯৭ হাজার ৭৪ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৮০৭ কোটি ১৬ লাখ ৮৯ হাজার টাকা।
গতকাল ১৯ ডিসেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১.২৩ শতাংশ বা ৮৪.৯৮ পয়েন্ট কমে অবস্থান করেছে ৬ হাজার ৭৮৩.১৯ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৯.০৫ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ৪৪৩.২৪ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৩৮.৭৫ পয়েন্ট কমে অবস্থান করেছে ২ হাজার ৫৪৭.৭০ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭৮ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ৮৭ টির, কমে ২৬৬ টির এবং অপরিবর্তিত রয় ২৫ টির। অর্থাৎ পুঁজিবাজারে গতকাল ২৩.০১ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়। সারাদিনে ডিএসইতে ২০ কোটি ৫১ লাখ ৮১ হাজার ২৯৯টি শেয়ার ২ লাখ ১১ হাজার ৪২৪ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৭৮৬ কোটি ২১ লাখ ৮৬ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ২০ কোটি ৯৫ লাখ ৩ হাজার টাকা।
এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৬৭ শতাংশ বা ১৩২.২৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১৯ হাজার ৬০৬.৫৯ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৮৯ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ৬৬ টির, কমেছে ১৮৮ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫ টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৯১ কোটি ৬৯ লাখ ১৭ হাজার ৪৯১ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৫৫ কোটি ৪ লাখ ৬৪ হাজার ১২৭ টাকা। অর্থাৎ সিএসইতে আজ লেনদেন বেড়েছে ৩৬ কোটি ৬৪ লাখ ৫৩ হাজার ৩৬৪ টাকা।