সদ্য প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) পক্রিয়া সম্পন্ন করা মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেডের শেয়ার লেনদেন শুরু হবে আগামী সপ্তাহে।
আজ ২০ ডিসেম্বর, রোববার রবির লটারিতে বরাদ্দপ্রাপ্ত শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক ডিএসইর এক কর্মকর্তা ডেইলি শেয়ারবাজারকে বলেন, এই সপ্তাহের মধ্যেই রবি শেয়ারের লেনদেন চালুর ইচ্ছা ছিল। কিন্তু লেনদেন চালুর বিষয়ে একটু সমস্যা হওয়ায় আশা করছি আগামী সপ্তাহের প্রথম দিকে লেনদেন চালু শুরু করার। এই লক্ষ্যে আর রবির কর্মকর্তাদের সঙ্গে আলোচনা হয়েছে। তবে দু-একদিনের মধ্যে লেনদেনের নির্ধারিত তারিখ জানানো হবে।
এর আগে গত ১০ ডিসেম্বর, বৃহস্পতিবার ডিজিটাল প্লাটফর্মে রবির আইপিও লটারির ড্র অনুষ্ঠান সম্পন্ন হয়।
আইপিওর মাধ্যমে পুঁজিবাজার থেকে ৫২৩ কোটি ৭৯ লাখ ৩৩ হাজার ৩৪০ টাকা সংগ্রহের অনুমোদন পাওয়া রবি গত ১৭ নভেম্বর আইপিওর সাবস্ক্রিপশন শুরু করে। শেষ করে ২৩ নভেম্বর।
এই সময় রবি’র আইপিওতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও সাধারণ বিনিয়োগকারীরা মিলে আইপিওতে ২ হাজার ২২৭ কোটি টাকার আবেদন করেছে। এর মধ্যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ১৫৮৭ কোটি টাকার ও সাধারণ বিনিয়োগকারীর ৬৪০ কোটি টাকার আবেদন করেছে। যা নির্ধারিত আবেদনের চেয়ে ৫ দশমিক ৭৪গুন বেশি।
কোম্পানির তথ্য অনুযায়ী, ১০ টাকা অভিহিত মূল্যে ৫২ কোটি ৩৭ লাখ ৯৩ হাজার ৩৩৪টি শেয়ার ইস্যুর মাধ্যমে মোট ৫২৩ কোটি ৭৯ লাখ ৩৩ হাজার ৩৪০ টাকা সংগ্রহ করে রবি।
রবির নতুন শেয়ারের মধ্যে ৩৮৭ কোটি ৭৪ লাখ ২৪ হাজার টাকার শেয়ার আইপিওতে ইস্যু করা হবে বিনিয়োগকারীদের জন্য। বাকি ১৩৬ কোটি ৫ লাখ ৯ হাজার ৩৪০ টাকার শেয়ার ইস্যু করা হবে কোম্পানির কর্মচারীদের জন্য।