পুঁজিবাজারে তালিকাভুক্তির অনুমোদন পেয়ে আজ ৫ম দিন লেনদেন শুরু করেছে বিমা খাতের কোম্পানি দেশ জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেড। আজ লেনদেনের ৫ম দিনেও প্রথম ১ ঘন্টার মধ্যে বিক্রেতা সংকটে পড়েছে কোম্পানিটি। বিক্রেতা না থাকায় কোম্পানিটির শেয়ার হল্টেড হয়ে মূল্য স্পর্শ করছে সার্কিট ব্রেকারে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
দেশ জেনারেল ইন্স্যুরেন্স আজ রোববার দুই স্টক এক্সচেঞ্জে ’এন’ ক্যাটাগরিতে লেনদেন শুরু করেছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ারটির লেনদেন শুরু হয় ২৪.৭০ টাকা দরে।
এদিন বেলা ১২টা পযর্ন্ত শেয়ারটির দর ২.৪ টাকা বা ৯.৭২ শতাংশ বেড়েছে সর্বশেষ ২৭.১০ টাকা লেনদেন হয়। এসময়ে কোম্পানিটি ৬ হাজার ৫৫১ বার হাত বদল হয়ে ৫০ লাখ ১ হাজার ৩৩টি শেয়ার লেনদেন করেছে। যার আর্থিক মূল্য ১৩ কোটি ১১ লাখ ৮০ হাজার টাকা।
এদিকে বিএসইসির নির্দেশনা অনুযায়ী, লেনদেনের প্রথম ৩০ দিন কোম্পানিটির শেয়ার কিনতে মার্জিন ঋণ না দিতে স্টক ব্রোকার্স ও মার্চেন্ট ব্যাংকার্সদের নিষেধাজ্ঞা জানানো হয়েছে।