যথারীতি এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেডেও লেনদেনের প্রথম দিন শেয়ারে বিক্রেতা নেই। আজ (১৯ জানুয়ারি) কোম্পানিটির শেয়ারে সর্বোচ্চ ৫০ শতাংশ দর বৃদ্ধিতেও কেউ বিক্রি করতে আগ্রহ দেখাচ্ছে না। জানা গেছে, আজ ‘এন’ ক্যাটাগরিতে লেনদেন শুরু হওয়া এনার্জিপ্যাক পাওয়ারের ডিএসইতে ট্রেডিং কোড হচ্ছেঃ “EPGL” এবং কোম্পানি কোড হচ্ছে ১৫৩২২। ৩১ টাকা দরে লেনদেনে আসা এনার্জিপ্যাকের আজ ১ হাওলায় মাত্র ৫টি শেয়ার সর্বোচ্চ ৪৬.৫০ টাকায় লেনদেন হয়েছে। তবে এই দরে কোম্পানিটির শেয়ার কেনার জন্য বিনিয়োগকারীদের ব্যাপক আগ্রহ থাকলেও কোন বিক্রেতা নেই। যে কারনে শেয়ারটিতে লেনদেন হচ্ছে না।