শেয়ার মার্কেটের ক্ষুদ্র বিনিয়োগকারী ও পুঁজিবাজার সংশ্লিষ্ট সকলের প্রত্যাশা পূরণ করে পুঁজিবাজার একপ্রেস ডটকম দ্রুত এগিয়ে যাচ্ছে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের দিকে।পুঁজিবাজারএক্সপ্রেস ডটকম বাংলাদেশের পুঁজিবাজার সম্পর্কিত শীর্ষস্থানীয় দৈনিক অনলাইন। এ দেশের লাখ লাখ বিনিয়োগকারীর পুঁজিবাজারে অর্থলগ্নীতে এ পত্রিকাটি সদা সতর্ক প্রহরীর মতো পাশে থাকার অঙ্গীকারাবদ্ধ। দেশের এবং বিদেশের সর্বত্র বাংলাদেশের পুঁজিবাজার সম্প্রসারণে এবং পুঁজির বিকাশ সাধনে পত্রিকাটি ২৪ ঘন্টা তাৎক্ষনিক তথ্য সরবারহ করে বিনিয়োগকারীদের পাশে থাকার প্রতিশ্রুতি নিয়ে বাজারে এসেছে। জটিল এ বাজার সম্পর্কিত খুঁটিনাটি বিষয় আমরা সহজবোধ্য ও সরলভাবে বিনিয়োগকরীদের কাছে পৌছাতে সক্ষম হচ্ছি বলে ইতিমধ্যে সবমহলে ধারণা জন্মেছে। এ ধারনাকে আরো ফলপ্রসু ও বেগবান করতে আমাদের চলার পথে সহযোগিতা প্রয়োজন। আমরা চাই, দেশ-বিদেশের অগণিত বিনিয়োগকারীর সম্পর্ক সৃষ্টির মাধ্যম হিসেবে পুঁজিবাজাএক্সপ্রেস ডটকম গুরুত্বপুর্ণ ভুমিকা পালন করুক।