তৃতীয় প্রান্তিক (জানুয়ার’২১-মার্চ’২১) আর্থিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কোম্পানির ইপিএস অনেক বৃদ্ধি পেয়েছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, তৃতীয় প্রান্তিকে ইউনাইটেড পাওয়ারের সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫.৩৩ টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ২.৬৬ টাকা। এছাড়া তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির এককভাবে ইপিএস হয়েছে ১৪.৭০ টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ১.৯০ টাকা। অর্থাৎ এককভাবে কোম্পানিটির ইপিএস ১২.৮০ টাকা বেড়েছে।
এদিকে নয় মাসে (জুলাই’২০-মার্চ’২১) কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ১৪.৮৩ টাকা এবং এককভাবে ১৮.৯৩ টাকা। গত অর্থ বছরের একই সময়ে যার পরিমাণ ছিল যথাক্রমে ৮.১৩ টাকা ৬.০২ টাকা। এছাড়া কোম্পানিটির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ১৬.৭৫ টাকা এবং শেয়ার প্রতি নেট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৫২.২০ টাকা।