পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) দুইটি সহযোগী প্রতিষ্ঠান করার সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, কোম্পানিটি বানিজ্য অর্থ ও অন্যান্য ব্যবসা পরিচালনার জন্য হংকংয়ে এবং মালয়শিয়ায় সহযোগী প্রতিষ্ঠান গঠন করবে।
হংকংয়ে সহযোগী প্রতিষ্ঠানে ৫০ লাখ টাকা বা ৬ লাখ ৫০ হাজার মার্কিন ডলার পরিশোশিত মূলধন থাকবে। অন্যদিকে মালয়শিয়ায় সহযোগী প্রতিষ্ঠানের জন্য কোম্পানিটির পরিশোধিত মূলধন ৪০ লাখ টাকা বা ৫৯ লাখ ৫০ হাজার মার্কিন ডলার হবে।
উল্লেখ্য, ইউসিবি পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার সম্মতি নিয়ে সহযোগী প্রতিষ্ঠান গঠন করতে পারবে।