উজবেকিস্তানের সঙ্গে বাণিজ্য বাড়ানোর পাশাপাশি নতুন সম্ভাবনার দ্বার খুলতে দেশটির রাজধানী তাসখন্দ সফর করেছে বাংলাদেশের ১৪ সদস্যের উচ্চ পর্যায়ের ব্যাবসায়িক প্রতিনিধিদল।এতে নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান।
উজবেকিস্তানের বিনিয়োগকারীদের আকৃষ্ট করাই এ প্রতিনিধিদলের লক্ষ্য।দ্বিপক্ষীয় বৈঠকের পাশাপাশি উজবেকিস্তানের ব্যবসায়িক প্রতিনিধি দলের সাথে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। বাংলাদেশের পক্ষে সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএম) সভাপতি ও ম্যাকসন গ্রুপের চেয়ারম্যান,এফবিসিআই এর পরিচালক মোহাম্মদ আলী খোকন।অনুষ্ঠানে বাংলাদেশ ও উজবেকিস্তানের নেতৃস্থানীয় ব্যাবসায়ীরা উপস্থিত ছিলেন।উপস্থিত ছিলেন উজবেকিস্তানের রাষ্ট্রদূত জনাব মোঃ জাহাঙ্গীর আলম এবং বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন।