আগামীকাল সোমবার (৩১ মে) থেকে স্বাভাবিক নিয়মেই চলবে পুঁজিবাজারের লেনদেন। কাল থেকে আগের মতই সাড়ে ৪ ঘণ্টা লেনদেন হবে। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) আজ রোববার (৩০ মে) এই নির্দেশনা দিয়েছে। বিএসইসি সূত্রে এই তথ্য জানা গেছে।
বাংলাদেশ ব্যাংক আজ ব্যাংক লেনদেনের সময় আরও আধা ঘণ্টা বাড়িয়ে বেলা ৩টা পর্যন্ত নির্ধারণ করেছে। আর তাতেই স্বাভাবিক লেনদেনে ফেরার সুযোগ পেয়েছে পুঁজিবাজার।
নিয়ম অনুসারে, সকাল ১০টায় লেনদেন শুরু হবে বাজারে। আর তা চলবে বেলা আড়াইটা পর্যন্ত।
লেনদেন চলাকালে সকাল ৯টা ৪৫ মিনিট থেকে ১০টা পর্যন্ত প্রি-ওপেনিং সেশন এবং ২টা ৩০ মিনিট থেকে ২ টা ৪৫ পর্যন্ত পোস্ট ক্লোজিং সেশন চালু থাকবে।