মহামারি করোনা ভাইরাসে প্রভাব বেড়ে যাওয়ায় আগামী সোমবার (৭ মার্চ) থেকে ফের লকডাউন দিয়েছে সরকার। আগামী ৭ দিন লকডাউন থাকলেও পুঁজিবাজার খোলা থাকবে। এতে বিনিয়োগকারীদের আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।
আজ শনিবার ডিএসই থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।
তাতে বলা হয়, কোভিড-১৯ মহামারিকাল সহ যে কোন সময় ব্যাংকিং কার্যক্রম চালু থাকলে বিনিয়োগকারীদের স্বার্থে পুঁজিবাজারের সকল লেনলেন চালু থাকবে৷ এ ব্যাপারে বিনিয়োগকারীদের কোন রকম গুজবে কান না দেয়ার অনুরোধ জানাচ্ছে ডিএসই৷