আজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে পপুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ১০ শতাংশ। কোম্পানিটি ৬৭০ বারে ৭ লাখ ৬৯ হাজার ৪০২টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৬ কোটি ৮১ লাখ ২০ হাজার টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা ফারইস্ট ইসলামী লাইফের বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৮ শতাংশ। কোম্পানিটি ২৭৭ বারে ১০ লাখ ৫৪ হাজার ৩৫৭টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৮ কোটি ৭০ লাখ ৯০ হাজার টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা রংপুর ফাউন্ড্রীর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৮ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৫৪৯ বারে ৪ লাখ ৬৬ হাজার ৮৮৫টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৮ কোটি ১০ লাখ ৭০ হাজার টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ৯.৯৮ শতাংশ, ইনফর্মেশন সার্ভিসেসের ৮.৯৫ শতাংশ, বসুন্ধরা পেপার মিলসের ৯.৯৪ শতাংশ, কপার টেকের ৯.৮৯ শতাংশ, ইস্টার্ন হাউজিংয়ের ৯.৮৬ শতাংশ, একমি পেস্টিসাইডের ৯.৮৩ শতাংশ এবং পাওয়ার গ্রিডের ৯.৭৩ শতাংশ বেড়েছে।