ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার টপটেন লুজার বা দর পতনের শীর্ষে রয়েছে ইউনাইটেড এয়ারওয়েজ। আজ কোম্পানিটির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
মঙ্গলবার কোম্পানিটি সর্বশেষ ১ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৬৫১ বারে ১ কোটি ৩০ লাখ ৭২ হাজার ৭০৭টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ কোটি ৮৪ লাখ টাকা।
লুজার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফিন্যান্স কোম্পানি। আজ কোম্পানিটির দর ১০ প য়সা বা ২.৫০ শতাংশ কমেছে। শেয়ারটি সর্বশেষ ৩ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়।
লুজার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- শ্যামপুর সুগার, তাল্লু স্পিনিং, অলটেক্স ইন্ডাস্ট্রিজ, পিপলস ইন্স্যুরেন্স, ইসলামী ইন্স্যুরেন্স, ইমাম বাটন, জেনারেশন নেক্সট ফ্যাশন ও ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স লিমিটেড।