পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডে প্রশাসক নিয়োগ দিয়েছে বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।তথ্যমতে, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের বীমা ২০১০ আইনের ৯৫ ও ৯৯ ধারা লঙ্ঘন করেছে। এ কারণেই চলতি বছরের ১১ ফেব্রুয়ারি ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের বিদ্যমান পরিচালনা পর্ষদকে স্থগিত করা হয়েছে। আর আইডিআরএ এর প্রাক্তন সদস্য সুলতান-উল-আবেদীন মোল্লাকে প্রশাসক হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে।