পুঁজিবাজারে তালিকাভুক্ত ওভার দ্য কাউন্টার (ওটিসি) মার্কেটের ২৯ কোম্পানিকে তালিকাচ্যুত করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আজ ১৬ সেপ্টেম্বর ওটিসির ২৯ কোম্পানিকে পুঁজিবাজার থেকে তালিকাচ্যুত হওয়ার জন্য অনুমোদন দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।জানা যায়, তালিকচ্যুত হওয়ার প্রক্রিয়ায় থাকা ২৯ কোম্পানি হলো: আরবি টেক্সটাইল, আজাদী প্রিন্টার্স, বাংলাদেশ কেমিক্যাল, বিডি ডাইংয়, বিডি লাগেজ, বিডি জিপার, চিক টেক্স, ঈগল স্টার টেক্সটাইল, জার্মান বাংলা জেভি ফুড, গালফ ফুড, হিল প্লান্টেশন, যশোর সিমেন্ট, এম হোসেন গার্মেন্টস ওয়াশিং অ্যান্ড ডাইং, ম্যাক এন্টারপ্রাইজ, ম্যাক পেপার, ফনিক্স লেদার কমপ্লেক্স, দ্য ইঞ্জিনিয়ার্স লিমিটেড, টিউলিপ ডেইরি অ্যান্ড ফুড প্রডাক্টস, পদ্মা প্রিন্টার্স অ্যান্ড কালারস, বাংলাদেশ প্লান্টেশন লিমিটেড, খাজা মোজাইক টাইলস, ন্যাশনাল অক্সিজেন লিমিটেড, প্যারাগন লেদার অ্যান্ড ফুটওয়্যার ইন্ডাষ্ট্রিজ, জেম নীটওয়্যার ফেব্রিক্স, জিএমজি ইন্ডাষ্ট্রিয়াল করপোরেশন, জে.এইচ ক্যামিকেল ইন্ডাষ্ট্রিজ, মেঘনা ভেজিটেবল ওয়েল, মার্ক বাংলাদেশ শিল্প অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড এবং রূপন ওয়েল অ্যান্ড ফিডস লিমিটেড।