কোম্পানি সংবাদ

দর কমেছে রেনেটা লিমিটেডের শেয়ারে

Written by sharebazarU

বোনাস লভ্যাংশ পরবর্তী মূল্য সমন্বয়ে দর কমেছে রেনেটা লিমিটেডের শেয়ারে। মঙ্গলবার শেয়ারটির দর আগের দিনের চেয়ে প্রায়  ২.১৭ শতাংশ কমেছে।

রেনেটা সাধারণ হিসেবে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ছিল সবচেয়ে বেশি দর হারানো কোম্পানি। ডিএসইতে এদিন শেয়ারটির দর ১২৯ টাকা ২০ পয়সা বা ১১.০৭ শতাংশ কমেছে। তবে ১০ শতাংশ বোনাস লভ্যাংশ পরবর্তী মূল্য সমন্বয় হিসেব করলে কোম্পানির শেয়ার দরের উল্টো চিত্র পাওয়া যায়।

সর্বশেষ হিসাব বছরের জন্য কোম্পানিটি ১৪০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ১০ শতাংশ বোনাস। আজ ছিল কোম্পানির রেকর্ড তারিখ পরবর্তী লেনদেন। রেকর্ড তারিখের আগে এই শেয়ারের ক্লোজিং মূল্য ছিল এক হাজার ১৬৭ টাকা ৪০ পয়সা।  ১০ শতাংশ বোনাস লভ্যাংশের কারণে সমন্বয় পরবর্তী মূল্য দাঁড়ায় ১ হাজার ৬১ টাকা ৩০ পয়সা। এর বিপরীতে মঙ্গলবার ডিএসইতে শেয়ারটির ক্লোজিং মূল্য ছিল  ১ হাজার ৩৮ টাকা ২০ পয়সা।  এ হিসেবে শেয়ারটির দর ২৩ টাকা ১০ পয়সা  বা প্রায় ২ শতাংশ  কমেছে।

About the author

sharebazarU

Leave a Comment