২০১৯ সালের ২০ অক্টোবর ১০২৮ ডেসিমেল জমির মধ্যে প্রথম ধাপে ১৪৫.৪৩ ডেসিমেল জমি ক্রয় করে পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। সেই বায়না নামার চুক্তি অনুযায়ী দ্বিতীয় ধাপে আরো ১৬১.২১ ডেসিমেল বা ১.৬১২ একর জমি কিনেছে ইন্দো-বাংলা। আজ ২৯ সেপ্টেম্বর কোম্পানির পক্ষ থেকে এ সংক্রান্ত মূল্য সংবেদনশীল তথ্য (পিএসই) প্রকাশ করা হয়েছে। ভবিষ্যত ব্যবসার পরিধি বাড়ানোর লক্ষ্যে নিজস্ব তহবিল থেকে জমি কেনা হয়েছে বলে জানিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ।