শেয়ারবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত কোম্পানি আজিজ পাইপস গত হিসাব বছরের জন্য ঘোষিত নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। রোববার (১৭ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।তথ্য মতে, আজিজ পাইপসের গত ২০২০ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের জন্য ঘোষিত নগদ লভ্যাংশ শেয়াহোল্ডারদের নিজ নিজ ব্যাংক হিসেবে বাংলাদেশ ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন) মাধ্যমে জমা দেওয়া হয়েছে। আর যাদের ব্যাংক হিসাবে বিএফটিএন সুবিধা নেই তাদের কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিবন্ধিত ঠিকানায় লভ্যাংশ পাঠানো হয়েছে। প্রসঙ্গত, গত বছরের ২০ ডিসেম্বর অনুষ্ঠিত আজিজ পাইপসের ৩৯তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) ২০২০ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের জন্য ১ শতাংশ নগদ লভ্যাংশ (উদ্যোক্তা ব্যতীত) অনুমোদন করেন শেয়ারহোল্ডারা।