কোম্পানি সংবাদ

নতুন সাবসিডিয়ারি কোম্পানি গঠন করবে এসিআই ফর্মুলেশনস

Written by Pujibazar Express

পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি এসিআই ফর্মুলেশনস লিমিটেড নতুন একটি সহযোগী কোম্পানি (Subsidiary Company) গঠন করার সিদ্ধান্ত নিয়েছে।

রোববার (১২ জুন) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে সাবসিডিয়ারি কোম্পানি গঠনের এই সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন এই কোম্পানির নাম-এসিআই এগ্রোকেম লিমিটেড।

কোম্পানি সূত্রে এই সিদ্ধান্ত জানা গেছে।

সূত্র অনুসারে, নতুন কোম্পানিটির অনুমোদিত মূলধন (Authorized Capital) হবে ১০০ কোটি টাকা। আর ২ কোটি টাকা হবে এর পরিশোধিত মূলধন (Paid-up Capital)। এসিআই ফর্মুলেশনস প্রস্তাবিত কোম্পানিটির ৯০ ভাগ শেয়ার ধারণ করবে।

About the author

Pujibazar Express

Leave a Comment