পুঁজিবাজারে সর্বোচ্চ কর্মদক্ষতার জন্য স্টক ব্রোকার ও স্টক ডিলার, মার্চেন্ট বাংক ও সম্পদ ব্যবস্থাপকদের পুরস্কৃত করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।আজ অনুষ্ঠিত বিএসইসির ৭৯৯তম সভায় এ অনুমোদন দেওয়া হয়।
বিএসইসির প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পুঁজিবাজারে কর্মরত বাজার মধ্যস্থতাকারীদের মধ্যে প্রতি ক্যাটাগরিতে (স্টক ব্রোকার ও স্টক ডিলার,মাচেন্ট ব্যাংকার ও সম্পদ ব্যবস্থাপক কোম্পানি) সর্বোচ্চ কর্মদক্ষ ০৩ (তিন) টি প্রতিষ্ঠানকে ২০২০ ইং থেকে স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী পুরস্কার’ প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়।