পুঁজিবাজার সংক্রান্ত যেকোন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) বা সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করার জন্য বাংলাদেশ ব্যাংকের প্রতি আহবান জানিয়েছেন বিনিয়োগকারীরা।
বুধবার (৮ সেপ্টেম্বর) বিকালে বাংলাদেশে ব্যাংকের গভর্নর ফজলে কবিরের কাছে পাঠানো একটি চিঠিতে এ দাবি জানিয়েছে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদ।
এসময় সংগঠনটির সাধারণ সম্পাদক কাজী আব্দুর রাজ্জাকসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
গভর্নর ফজলে কবিরের কাছে চিঠি পাঠানোর বিষয়টি ডেইলি শেয়ারবাজার ডটকমকে নিশ্চিত করেছেন পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক কাজী আব্দুর রাজ্জাক।
চিঠিকে উল্লেখ করা হয়, দীর্ঘ দিনের মন্দাভাব কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরতে শুরু করেছে পুঁজিবাজার। বর্তমান বিএসইসি’র সুযোগ্য নেতৃত্ব ও সব অংশীজনের সহযোগীতায় পুঁজিবাজারের প্রতি বিনিয়োগকারীদের আস্থা বাড়তে শুরু করেছে। বাজার উন্নয়নে বাংলাদেশ ব্যাংক সব সময়ই বর্তমান বিএসইসিকে সহায়তা করে আসছে। ফলে পুঁজিবাজারের তারল্য সংকট দূর হয়েছে এবং স্থিতিশীল অবস্থায় আছে। এই সহযোগিতা আরো সূদুর প্রসারী হবে এটাই আমাদের কাম্য।
তাই সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থে পুঁজিবাজার বিষয়ক যে কোনো সিদ্ধান্ত গ্রহণের পূর্বে বিএসইসি বা সংশ্লিষ্টদের সঙ্গে পরামর্শ নেওয়ার জন্য বাংলাদেশ ব্যাংকের কাছে জোর দাবি জানানো হচ্ছে। এতে পুঁজিবাজার আরও গতিশীল হবে এবং সরকারের ভাবমূর্তিও উজ্জ্বল হবে।