পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি প্যাসিফিক ডেনিমস্ লিমিটেডের দুই উদ্যোক্তা পরিচালক ও একজন কর্পোরেট পরিচালক শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে। এরা মোট ৪ লাখ ৭০ হাজার শেয়ার বিক্রি করবে।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, কোম্পানির উদ্যোক্তা পরিচালক সাইফুল আজম (মহসিন) ৮ লাখ ৫০ হাজার শেয়ার বিক্রি করবে। এই পরিচালকের কাছে কোম্পানির ২ কোটি ৬২ লাখ ৮০ হাজার ৪১২টি শেয়ার আছে। কোম্পানির আরেক পরিচালক সাদেকুল আলম (ইয়াসিন) ৫ লাখ ৪০ হাজার শেয়ার বিক্রি করবে। এই পরিচালকের কাছে কোম্পানির মোট ১ কোটি ৫২ লাখ ৬২ হাজার ৩০৯টি শেয়ার আছে।
এছাড়া কোম্পানির কর্পোরেট পরিচালক ডিজনি প্রোপাটিজ ৪২ লাখ ৭৭ হাজার ৯৫৮টি শেয়ার বেচবে। এই পরিচালকের কাছে কোম্পানির ১ লাখ ৬০ হাজার শেয়ার আছে।
এই পরিচালকেরা আগামী ৩০ কর্মদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পাবলিক মার্কেটে উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রি করতে পারবে।