অনুসন্ধানী রিপোর্ট

প্রথম কার্যদিবসে সূচকের পাশাপাশি কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর

Written by sharebazarU

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন চলছে। এদিন লেনদেন শুরুর প্রথম ঘন্টায় সূচকের পাশাপাশি কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে,এ রিপোর্ট লেখা পর্যন্ত ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৫৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৬৪৭ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৪১৩ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ২০ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৪৯১ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ৩৫৫ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫৭ টির, দর কমেছে ২৬৮ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৪০ টির। এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে ২১৪ কোটি ৮৯ লাখ ২৭ হাজার টাকা।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই আগের দিনের চেয়ে ১৫৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১৯ হাজার ৩৭২ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ১৫৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৩ টির, দর কমেছে ১১৪ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯ টির। আলোচিত সময়ে টাকার অংকে লেনদেন হয়েছে ৭ কোটি ১৩ লাখ ৪৭ হাজার টাকা।

About the author

sharebazarU

Leave a Comment