পুঁজিবাজারে খাদ্য ও আনুষঙ্গিক খাতে তালিকাভুক্ত কোম্পানি ফু-ওয়াং ফুডসের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হলেন মিয়া মামুন। তিনি মিনোরি বাংলাদেশের মনোনীত পরিচালক। রোববার (৬ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ফু-ওয়াং ফুডস কর্তৃপক্ষ জানিয়েছে, পরিচালনা পর্ষদ মিনোরি বাংলাদেশের মনোনীত পরিচালক মিয়া মামুনকে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছে। আসন্ন সাধারণ সভায় শেয়ারহোল্ডারদের পোস্ট-ফ্যাক্টো অনুমোদন সাপেক্ষে অবিলম্বে এ সিদ্ধান্ত কার্যকর করা হবে। এর আগে গত ২০ জানুয়ারি ৮০৮তম নিয়মিত কমিশন সভায় ফু-ওয়াং ফুডসের মালিকানা মিনোরি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুমোদন দেয় শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
ফু-ওয়াং ফুডসের ৮৪ লাখ ৪২ হাজার ৭২৬টি শেয়ার মিনোরি বাংলাদেশের কাছে হস্তান্তরের প্রস্তাব কমিশন অনুমোদন দিয়েছে। ফু-ওয়াং ফুডসের শেয়ার বিক্রি করেছেন আরিফ আহমেদ চৌধুরী, আফসানা তারান্নুম ও লুবাবা তাবাসসুম। ডিপোজিটর (ব্যবহারিক) প্রবিধান ২০০৩, এর বিধি ৪২ এবং সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) উপ-বিধি ১১.৬ (মিলিত লেনদেন) এর অধীনে শেয়ার ক্রয় চুক্তি (এসপিএ) অনুসারে প্রতিটি শেয়ার ১০ টাকা মূল্যে হস্তান্তর হয়েছে। এক্সচেঞ্জের ট্রেডিং সিস্টেমের বাইরে এই শেয়ার হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
পরবর্তীতে বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা ও সক্ষমতা বাড়াতে ফু-ওয়াং ফুডসের পরিচালনা পর্ষদ ফের পুনর্গঠন করে বিএসইসি। কোম্পানির আগের পরিচালনা পর্ষদকে বাতিল করে নতুন একজন শেয়ারহোল্ডার পরিচালক ও দুজন স্বতন্ত্র পরিচালককে নিযুক্ত করা হয়েছে। একইসঙ্গে কোম্পানির নতুন পর্ষদকে সিকিউরিটিজ ও কোম্পানি আইন যথাযতভাবে পরিপালন করাসহ ৫টি শর্ত মেনে চলতে নির্দেশ দিয়েছে বিএসইসি।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ফু-ওয়াং ফুডসের নতুন পরিচালনা পর্ষদের সদস্যরা হলেন- শেয়ারহোল্ডার পরিচালক মাইনরি বাংলাদেশ এক বা তার অধিক পরিচালক (৭.৬১ শতাংশ শেয়ারধারণে বিপরীতে মনোনীত হতে পারেন), স্বতন্ত্র পরিচালক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস (এমআইএস) বিভাগের অধ্যাপক মো. আবুল কাশেম এবং স্বতন্ত্র পরিচালক একই বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস (এআইএস) বিভাগের সহযোগী অধ্যাপক ইশতার মহল।
আর ওই শেয়ারহোল্ডার পদে মিনোরি বাংলাদেশের মনোনীত পরিচালক হিসেবে মিয়া মামুনকে অন্তর্ভুক্ত করা হয়েছে, যিনি ফু-ওয়াং ফুডসের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন।