শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি এনআরবিসি ব্যাংকের ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এটি ব্যাংকটির জন্য বড় একটি ইতিবাচক খবর। অনেক কাঠ-খড় পুড়িয়ে নতুন প্রজন্মের ব্যাংকটি ৩০০ কোটি টাকা বন্ড ইস্যুর অনুমোদন পেয়েছে।
কিন্তু এতো বড় ইতিবাচক খবরেও আজ (বুধবার) ব্যাংকটির শেয়ার দরে বড় পতন হয়েছে। গত কয়েকদিন ব্যাংক খাতে সুবাতাস বইলেও এনআরবিসি ব্যাংকের শেয়ার দরে চলছে পতনের মাতম।
গত এক মাসের লেনদেন চিত্র:
উপরের শেয়ার দর চিত্রে দেখা যায়, গত ৭ নভেম্বর ব্যাংকটির শেয়ার দর ছিল ৪০ টাকার উপরে। এরপর থেকে চলছে ব্যাংকটির শেয়ারে টানা পতন। ১৪ দিনের মাথায় আজ ব্যাংকটির দর নেমে গেছে ৩১ টাকায়। অর্থাৎ ১৪ দিনে ব্যাংকটির দর কমেছে ৯ টাকা বা ২২.৫০ শতাংশ। যদিও এ সময়ে বেশিরভাগ ব্যাংকের শেয়ার দর বেড়েছে।
আজ ব্যাংক খাতে দর পতনের তালিকায় এনআরবিসি ব্যাংক ছিল দ্বিতীয় স্থানে। আজ ব্যাংকটির দর কমেছে ১ টাকা ৬০ পয়সা বা ৪.৯১ শতাংশ।
২০২০ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত এনআরবিসি ব্যাংক প্রথম বছরেই বিনিয়োগকারীদের ৭.৫০ শতাংশ ক্যাশ ও ৫ শতাংশ বোনাস মিলিয়ে ১২.৫০ শতাংশ ডিভিডেন্ড দিয়েছে। ৩০ জুন, ২০২১ অর্থবছরে ব্যাংকটি শেয়ার প্রতি আয় করেছে ১ টাকা ৯৬ পয়সা।
চলতি অর্থবছরের তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর’২১) ব্যাংকটির শেয়ার প্রতি সমন্বিত আয় হয়েছে ২ টাকা ২২ পয়সা। গত বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৯১ পয়সা।
চলতি অর্থবছরের তিন প্রান্তিকশেষে অর্থাৎ সেপ্টেম্বরে ব্যাংকটির ব্যালান্সশিটের (অফ ব্যালান্সশিটসহ) আকার দাঁড়িয়েছে ১৯ হাজার ৪৫৩ কোটি ৯৯ লাখ টাকা। যা গত বছরের সেপ্টেম্বরে ছিল ১৪ হাজার ৬৩০ কোটি ৮২ লাখ টাকা।
চলতি বছরের সেপ্টেম্বরে ব্যাংকটির সমন্বিতভাবে নিট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১ হাজার ১৯০ কোটি ৮৮ লাখ টাকা। যা গত বছরের সেপ্টেম্বরে ছিল ৯৩২ কোটি ৩৮ লাখ টাকা।
এতে চলতি বছরের সেপ্টেম্বরে ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি এনএভি দাঁড়িয়েছে ১৬ টাকা ১৪ পয়সায়। গত বছরের এই সময় যা ছিল ১২ টাকা ৬৪ পয়সা।
ব্যাংকটি মোট শেয়ার ৭৩ কোটি ৭৬ লাখ ৪২ হাজার ৮৪৭টি। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে ৭৩.৩২ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৪.২৬ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ২২.৪২ শতাংশ শেয়ার রয়েছে।
সর্বশেষ শেয়ার দর অনুযায়ী ব্যাংকটির পিই রেশিও অবস্থান করছে ১০.৪৭ পয়েন্টে।