বুক বিল্ডিং পদ্ধতির প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজারে আসার প্রক্রিয়ায় থাকা বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেডের নিলামের (Bidding) তারিখ পরিবর্তন করা হয়েছে। কোম্পানিটির বিডিং আগামী ২২ ফেব্রুয়ারি বিকাল ৫টায় শুরু হবে। চলবে ২৫ ফেব্রুয়ারি বিকাল ৫টা পর্যন্ত। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে কোম্পানিটি আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে ১৮ ফেব্রুয়ারি নিলামের তারিখ নির্ধারণ করেছিল।
নিলামের মাধ্যমে যোগ্য বিনিয়োগকারীদের (Eligible Investors) কাছে তাদের জন্য নির্ধারিত কোটার শেয়ার বিক্রি করা হবে।
জানা যায়, গত ৫ জানুয়ারি কমিশনের নিয়মিত ৭৫৫তম সভায় কোম্পানিটির বিডিংয়ের অনুমোদন দেওয়া হয়েছে।
বিএসইসির তথ্যমতে, কোম্পানিটি বুক বিল্ডিং পদ্ধতিতে ২২৫ কোটি টাকা সংগ্রহ করবে। এই টাকা কোম্পানিটি তার সহযোগী প্রতিষ্ঠান কর্ণফুলি ও বারাকা পাওয়ারে বিনিয়োগ করবে। একই সাথে আংশিক দীর্ঘ মেয়াদী ঋণ পরিশোধ ও আইপিওর জন্য ব্যয় করবে।
৩০ জুন, ২০২০ অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় ৪ টাকা ৩৭ পয়সা। আর এককভাবে ইপিএস ১ টাকা ৮৪ পয়সা। একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) ২৩ টাকা।
উল্লেখ্য, কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে লংকাবাংলা ইনভেস্টমেন্ট লিমিটেড।