বিনিয়োগকারীদের লভ্যাংশ না দেওয়ায় রবির কর্মকর্তাদের ডেকে নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
রবির চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার সাহেদ আলম গিয়ে দেখার করার পর বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম এ তথ্য জানান। তিনি বলেন, দেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোন অপারেটর হিসেকে রবির কাছে প্রত্যাশা অনেক। লভ্যাংশ না দেওয়ায় বিনিয়োগকারীরা খুশি হতে পারেনি।
“আমরা তার কাছে ব্যাপক অসন্তোষ জানিয়েছি এবং বিনিয়োগকারীদের প্রতিকার দেওয়ার আহ্বান জানিয়েছি।”