পুঁজিবাজারে আসার প্রথম বছরে বিনিয়োগকারীদের হতাশ করেছে রবি আজিয়াটা লিমিটেড। ৩১ ডিসেম্বর ২০২০ সমাপ্ত অর্থবছরের জন্য রবি’র পরিচালনা পর্ষদ কোন প্রকার ডিভিডেন্ড না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আজ অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।জানা যায়, ৩১ ডিসেম্বর ২০২০ সমাপ্ত অর্থবছরে রবির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৩৩ টাকা। এছাড়া শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ৫.৩৬ টাকা এবং শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) ১৩.৯০ টাকা। কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২১ মার্চ ২০২১ ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট ৮ মার্চ নির্ধারণ করা হয়েছে।