পুঁজিবাজারে তালিকাভুক্ত বিবিধ খাতের কোম্পানি আরামিট লিমিটেডের আর্থিক প্রতিবেদনে অসঙ্গতি খুঁজে পেয়েছে প্রতিষ্ঠানটির নিরীক্ষক।ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে গত ২২ নভেম্বর রোববার এ তথ্য জানানো হয়।
তথ্যমতে, আরামিট লিমিটেডের ৩০ জুন ২০২০ সময়ের আর্থিক প্রতিবেদন নিরীক্ষা করে অসঙ্গতি পেয়েছে তাদের নিরীক্ষক। নিরীক্ষক বলেছে, আরামিট লিমিটেড ১২ কোটি ৬৮ লাখ টাকার একটি বিনিয়োগ তাদের আর্থিক প্রতিবেদনে দেখিয়েছে, কিন্তু বিনিয়োগ দেখানোর ক্ষেত্রে সঠিক পদ্ধতি অবলম্বন করেনি।
এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক আরামিট লিমিটেডের এক উর্ধ্বতন কর্মকর্তা ডেইলি শেয়ারবাজার ডটকমকে বলেন, নিরীক্ষক যে প্রতিবেদনটি দিয়েছে সে বিষয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) আমাদের কাছে ব্যাখ্যা চাইলে আমরা ব্যাখ্যা দিবো। আশা করছি আগামী বোর্ড মিটিংয়ের আগেই সমস্যাটি ঠিক হয়ে যাবে।
ডিএসইর তথ্যমতে, ১৯৮৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া আরামিট লিমিটেড কোম্পানিটির পরিশোধিত মূলধন মাত্র ৬ কোটি টাকা এবং অনুমোদিত মূলধন ১০ কোটি টাকা। সর্বশেষ অর্থবছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।