গেল সপ্তাহ বেশ চাঙ্গা অবস্থায় পার করেছে যুক্তরাষ্ট্রের শেয়ারবাজার। কিন্তু ব্যাপক দরপতনে রয়েছে ইউরোপের শেয়ারবাজার। তবে মিশ্র অবস্থায় লেনদেন শেষ করেছে এশিয়ার শেয়ারবাজার।
নিম্নে বিশ্বের বিভিন্ন দেশের শেয়ারবাজারের চিত্র তুলে ধরা হলো:
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজার: বেশ চাঙ্গা অবস্থার মধ্য দিয়ে সপ্তাহ শেষ করেছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিখ্যাত শেয়ারবাজারগুলো। যুক্তরাষ্ট্রের শেয়ারবাজার ডাউ জোন্সের সূচক সপ্তাহের শেষ কার্যদিবসে ০.৪৪ শতাংশ বা ১৫২.৮২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৩৪৭৮৬.৩৫ পয়েন্ট। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ১.০২ শতাংশ বেড়েছে। এসঅ্যান্ডপি ৫০০ ইনডেক্স ০.৭৫ শতাংশ বা ৩২.৪০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪৩৫২.৩৪ পয়েন্টে। সপ্তাহজুড়ে এসঅ্যান্ডপি’র সূচক ১.৬৭ শতাংশ বেড়েছে।
নাসডাক কম্পোজিট সূচক আগের দিনের চেয়ে ০.৮১ শতাংশ বা ১১৬.৯৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪৬৩৯.৩৩ পয়েন্টে। সপ্তাহজুড়ে নাসডাকের সূচক ১.৯৪ শতাংশ বেড়েছে। এছাড়া নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জের কম্পোজিট ইনডেক্সে সূচক আগের দিনের চেয়ে ০.২০ শতাংশ বা ৩৩.৮৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৬৬৭৪.৮৫ পয়েন্টে। সপ্তাহজুড়ে নিউইয়র্ক কম্পোজিট সূচক ০.১০ শতাংশ বেড়েছে।
ইউরোপের শেয়ারবাজার: ফের দরপতনের মধ্যে পড়েছে ইউরোপের শেয়ারবাজার। যুক্তরাজ্যের এফটিএসই-১০০ ইনডেক্স গত সপ্তাহের শেষ কার্যদিবসে ০.০৩ শতাংশ বা ১.৮৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৭১২৩.২৭ পয়েন্টে। সপ্তাহজুড়ে এফটিএসই-১০০ সূচক ০.১৮ শতাংশ কমেছে। জার্মানির শেয়ারবাজার ডেক্স ইনডেক্স এর সূচক আগের দিনের চেয়ে ০.৩০ শতাংশ বা ৪৬.২৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫৬৫০.০৯ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ০.২৭ শতাংশ বেড়েছে। ফ্রান্সের সিএসি-৪০ ইনডেক্স আগের দিনের চেয়ে ০.০১ শতাংশ বা ০.৯৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬৫৫২.৮৬ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ১.০৬ শতাংশ কমেছে। ইতালির স্টক এক্সচেঞ্জ এফটিএসই এমআইবি ইনডেক্স আগের দিনের চেয়ে ০.০১ শতাংশ বা ৩.৬৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২৫২৮২.৪১ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ০.৮৯ শতাংশ কমেছে।
এশিয়ার শেয়ারবাজার: সপ্তাহজুড়ে মিশ্র অবস্থায় রয়েছে এশিয়ার শেয়ারবাজার। গত সপ্তাহের শেষ কার্যদিবসে জাপানের শেয়ারবাজার নিক্কি ২২৫ এর সূচক আগের দিনের চেয়ে ০.২৭ শতাংশ বা ৭৬.২৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২৮৭৮৩.২৮ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ০.৯৭ শতাংশ কমেছে। হংকংয়ের শেয়ারবাজার হ্যাং সেং এর সূচক আগের দিনের চেয়ে ১.৮০ শতাংশ বা ৫১৭.৫৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২৮৩১০.৪২ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ১.৯৮ শতাংশ কমেছে।
চীনের শেয়ারবাজার সাংহাই সী কম্পোজিটের সূচক আগের দিনের তুলনায় ১.৯৫ শতাংশ বা ৭০.০২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৩৫১৮.৭৬ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ২.৪৬ শতাংশ কমেছে। ভারতের বোম্বে স্টক এক্সচেঞ্জের সেনসেক্স-৩০ ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৩২ শতাংশ বা ১৬৬.০৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫২৪৮৪.৬৭ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ০.৮৩ শতাংশ কমেছে। এছাড়া সিঙ্গাপুরের এফটিএসই স্ট্রেট টাইম ইনডেক্স আগের দিনের চেয়ে ১.১৫ শতাংশ বা ৪.৭৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৩১২৮.৯৫ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ০.২৪ শতাংশ বেড়েছে।