সপ্তাহের প্রথম কার্যদিবস আজ রোববার ছিল ব্যাংক খাতের শেয়ারের জয়জয়কার। সার্বিকভাবে শেয়ারবাজার আজ নেতিবাচক প্রবণতায় থাকলেও ব্যাংক খাতে ছিল ঊর্ধ্বমুখী চিত্র। আজ তালিকাভুক্ত ৩২টি ব্যাংকের মধ্যে শেয়ারদর বেড়েছে ২৭টির বা ৮৪ শতাংশের। শুধু দর বৃদ্ধিই নয়, আজ এই খাতের বেশ কয়েকটি ব্যাংকের শেয়ার দর বেড়েছে সর্বোচ্চ। তারপরও আজ শেয়ারদর কমেছে চার ব্য্যাংকের। এর মধ্যে এনআরবিসি ছাড়া বাকি তিনটির দর কমেছে নামেমাত্র। কিন্তু এনআরবিসি ব্যাংকের শেয়ার দর কমেছে উল্লেখযোগ্য পরিমাণে। আজ কোম্পানিটির শেয়ারদর কমেছে ৬.৮১ শতাংশ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, এনআরবিসি ব্যাংকের শেয়ারদর বেড়েছে তখনই যখন ব্যাংক খাতের শেয়ার একেবারেই গতিহীন ছিলো। কিন্তু আজ যখন এই খাতের শেয়ারে গতি এসেছে, তখন এনআরবিসি ব্য্যাংকের শেয়ারদর কমতে শুরু করেছে। বিষয়টি বিনিয়োগকারীদের ভাবিয়ে তুলেছে।
সাধারণত ডিসেম্বর মাস এগিয়ে আসলেই শেয়ারবাজারে ব্যাংক বিমা আর্থিক প্রতিষ্ঠান খাতে বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ে। সে হিসেবে এই খাতগুলোতে রয়েছে এখন বিনিয়োগকারীদের বিশেষ নজর। কিন্তু বিনিয়োগকারীদের আগ্রহ থাকলেও এনআরবিসি ব্যাংকের শেয়ার বিপরীতমূখী আচরণ করেছে।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, ব্যাংক খাতে দুই-তিনটি বাদে সব বিনিয়োগের জন্য এখনো নিরাপদ। এখাতে কোম্পানিগুলো বরাবরই ভালো ডিভিডেন্ড দিচ্ছে, ভালো মুনাফা করছে। বড় মূলধনী কোম্পানি বলে কোম্পানিগুলোর শেয়ারে বিনিয়োগকারীদের আগ্রহ কম ছিল। কিন্তু এখন প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা, বিদেশি বিনিয়োগকারীরা এবং দেশের বড় বিনিয়োগকারীরা এখাতের শেয়ারে বিনিয়োগ করছেন। যে কারণে কোম্পানিগুলোর শেয়ার লেনদেনে এবং দরে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিয়েছে।
তাঁরা বলছেন, ব্যাংক খাতের সিংহভাগ কোম্পানির পিই রেশিও এখনো ঝুঁকিমুক্ত অবস্থানে রয়েছে। বিনিয়োগকারীরা অনায়াসে এখাতে বিনিয়োগ করতে পারেন। যে কারণে বিনিয়োগকারীরা এখন খাতটির শেয়ারে বিনিয়োগ করতে আগ্রহীও হচ্ছেন।
আজ এনআরবিসি ব্যাংকের শেয়ার সর্বশেষ লেনদেন হয়েছে ৩৫ টাকা ৬০ পয়সায়। আগের দিন ক্লোজিং দর ছিলো ৩৮ টাকা ২০ পয়সা। অর্থাৎ একদিনে ব্যাংকটির শেয়ার দর কমেছে ২ টাকা ৬০ পয়সা বা ৬.৮১ শতাংশ। আজ ব্যাংকটির মোট শেয়ার লেনদেন হয়েছে ১ কোটি ৬০ লাখ ১৮ হাজার ১১৫টি। যার বাজার মূল্য ৫৯ কোটি ৩৮ লাক টাকা। ব্যাংকটি আজ ডিএসইর শীর্ষ লেনদেন তালিকায় ৫ম নম্বরে ছিল।
সর্বশেষ তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর’২১) নয় মাসে ব্যাংকটির শেয়ার প্রতি সমন্বিত আয় হয়েছে ২ টাকা ২২ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় ছিলো ১ টাকা ৯১ পয়সা। আলোচ্য সময়ে শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১৬ টাকা ১৪ পয়সা।
সর্বশেষ শেয়ারদর অনুযায়ি, কোম্পানিটির পিই রেশিও দাঁড়িয়েছে ১২.০৩ পয়েন্টে।