অনুসন্ধানী রিপোর্ট

ব‌্যাংক খাতে নজিরবিহীন পতন দেখল বিনিয়োগকারীরা

Written by sharebazarU

শেয়ারবাজা‌রে তা‌লিকাভুক্ত ২০ খা‌তের ম‌ধ্যে অন‌্যতম খাত হ‌চ্ছে ব‌্যাংক খাত। সপ্তাহের ৪র্থ কার্যদিবস বুধবার (২৪ ন‌ভেম্বর) এই খা‌তের ৩২‌টি কোম্পানির ম‌ধ্যে সবগু‌লো কোম্পানিরই শেয়ার দর ক‌মে‌ছে। যা সচরাচর দেখা যায়‌ না।

তথ্য পর্যালোচনায় দেখা যায়, চলতি বছরের মধ্যে ব্যাংক খাতে একদিন শতভাগ কোম্পানির শেয়ারদর বেড়েছে। কিন্তু শতভাগ কোম্পানির শেয়ারদর কমেছে, এমন নজির নেই। আজ পতন ধারায় ব্যাংক খাত সেই ন‌জিরও সৃ‌ষ্টি ক‌রল। ঢাকা স্টক এক্স‌চেঞ্জ (ডিএসই) সূ‌ত্রে এ তথ‌্য জানা গে‌ছে।

আজ ব‌্যাংক খা‌তের ৩২ কোম্পানির শেয়ার দরে ছিল পতনের মাতম। সবগুলোর দরই কমেছে উল্লেখযোগ্যহারে। তবে ৬ ব‌্যাং‌কের পতন হয়েছে অস্বাভাবিকহারে। ব্যাংকগুলোর ম‌ধ্যে র‌য়ে‌ছে আইএফআই‌সি ব‌্যাংক, এনআর‌বি‌সি ব‌্যাংক, মা‌র্কেন্টাইল ব‌্যাংক, স্যোসাল ইসলামি ব‌্যাংক, এন‌সি‌সি ব‌্যাংক এবং প্রিমিয়ার ব‌্যাংক লি‌মি‌টেড।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, কয়েকদিন যাবত ব‌্যাংক খা‌তে মন্দাভাব কাটিয়ে উত্থানে ফিরেছিল। এরফলে ক‌য়েক‌দিন যাবত ব‌্যাংক খাতের শেয়ার ঊর্ধ্বমুখী প্রবণতা ছিল। শেয়ারদর বৃ‌দ্ধি পাওয়া বিনিয়োগকারীরা ব্যাংক খাতের শেয়ারে মুনাফা তুলেছে। এতে ক‌রে খাতটির শেয়া‌রে সেল প্রেসা‌র বেড়েছে এবং দরেও নেতিবাচক প্রবণতা দেখা দিয়েছে।

আজ ব‌্যাংক খা‌তে সব‌চে‌য়ে বে‌শি শেয়ার দর ক‌মে‌ছে আইএফআই‌সি ব‌্যাংকের। আজ ব‌্যাংকটির শেয়ারদর ক‌মে‌ছে ১ টাকা বা ৪.৯৫ শতাংশ। আগেরদিন ব‌্যাংক‌টির শেয়ার দর ছি‌লো ২০ টাকা ২০ পয়সা। আজ ক্লো‌জিং প্রাইস হয়েছে ১৯ টাকা ২০ পয়সায়। সর্ব‌শেষ শেয়ার দর অনুযায়ী ব‌্যাংক‌টির পিই রে‌শিও অবস্থান কর‌ছে ১১.৪৩ প‌য়ে‌ন্টে।

সর্ব‌শেষ তিন প্রা‌ন্তিকে বা নয় মা‌সে (জানুয়ারি -‌সে‌প্টেম্বর`২১) ব‌্যাংক‌টির শেয়ার প্রতি আয় হ‌য়ে‌ছে ১ টাকা ২৬ পয়সা। আগের বছর একই সম‌য়ে ব‌্যাংক‌টির শেয়ার প্রতি আয় ছি‌লো ৭২ পয়সা।

দর পত‌নে আজ ব‌্যাংক খা‌তে দ্বিতীয় অবস্থা‌নে উঠে এসেছে এনআর‌বি‌সি ব‌্যাংক। আজ ব‌্যাংকটির শেয়ারদর ক‌মে‌ছে ১ টাকা ৬০ পয়সা বা ৪.৯১ শতাংশ। আগের দিন ব‌্যাংক‌টির শেয়ারদর ছি‌লো ৩২ টাকা ৬০ পয়সায়। আজ ক্লো‌জিং প্রাইস হয়েছে ৩১ টাকায়। সর্ব‌শেষ শেয়ার দর অনুযায়ী ব‌্যাংক‌টির পিই রে‌শিও অবস্থান কর‌ছে ১০.৪৭ পয়ে‌ন্টে।

সর্ব‌শেষ তিন প্রা‌ন্তিকে বা নয় মা‌সে (জানুয়ারি-‌সে‌প্টেম্ব`২১) ব‌্যাংক‌টির শেয়ার প্রতি আয় হ‌য়ে‌ছে ২ টাকা ২২ পয়সা। আগের বছর একই সম‌য়ে ব‌্যাংক‌টির শেয়ার প্রতি আয় ছি‌লো ১ টাকা ৯১ পয়সা।

দর পত‌নে আজ ব‌্যাংক খা‌তে তৃতীয় অবস্থা‌নে উঠে এসেছে স্যোসাল ইসলা‌মি ব‌্যাংক। আজ ব‌্যাংকটির শেয়ারদর ক‌মে‌ছে ৭০ পয়সা বা ৪.২৯ শতাংশ। আগের দিন ব‌্যাংক‌টির শেয়ারদর ছি‌লো ১৬ টাকা ৩০ পয়সায়। আজ ক্লো‌জিং প্রাইস হয়েছে ১৫ টাকা ৬০ পয়সায়। সর্ব‌শেষ শেয়ার দর অনুযায়ী ব‌্যাংক‌টির পিই রে‌শিও অবস্থান কর‌ছে ১৪.৪৪ পয়ে‌ন্টে।

সর্ব‌শেষ তিন প্রা‌ন্তিকে বা নয় মা‌সে (জানুয়ারি-‌সে‌প্টেম্বর`২১) ব‌্যাংক‌টির শেয়ার প্রতি আয় হ‌য়ে‌ছে ৮১ পয়সা। আ‌গের বছর একই সম‌য়ে ব‌্যাংক‌টির শেয়ার প্রতি আয় ছি‌লো ৭৩ পয়সা।

দর পত‌নে আজ ব‌্যাংক খা‌তে ৪র্থ অবস্থা‌নে উ‌ঠে এ‌সে‌ছে প্রিমিয়ার ব‌্যাংক লি‌মি‌টেড। আজ ব‌্যাংকিটির শেয়ার দর ক‌মে‌ছে ৭০ পয়সা বা ৪.২৪ শতাংশ। আগের দিন ব‌্যাংক‌টির শেয়ার দর ছি‌লো ১৬ টাকা ৫০ পয়সায়। আজ ক্লো‌জিং প্রাইস হয়েছে ১৫ টাকা ৮০ পয়সায়। সর্ব‌শেষ শেয়ার দর অনুযায়ী ব‌্যাংক‌টির পিই রে‌শিও অবস্থান কর‌ছে ৫.৩১ পয়ে‌ন্টে।

সর্ব‌শেষ তিন প্রা‌ন্তিকে বা নয় মা‌সে (জানুয়ারি -‌সে‌প্টেম্বর`২১) ব‌্যাংক‌টির শেয়ার প্রতি আয় হ‌য়ে‌ছে ২ টাকা ২৩ পয়সা। আগের বছর একই সম‌য়ে ব‌্যাংক‌টির শেয়ার প্রতি আয় ছি‌লো ১ টাকা ৪০ পয়সা।

দর পত‌নে আজ ব‌্যাংক খা‌তে ৫ম অবস্থা‌নে উঠে এসেছে এনসিসি ব‌্যাংক। আজ ব‌্যাংকটির শেয়ারদর ক‌মে‌ছে ৭০ পয়সা বা ৪.১৯ শতাংশ। আগেরদিন ব‌্যাংক‌টির শেয়ার দর ছি‌লো ১৬ টাকা ৭০ পয়সায়। আজ ক্লো‌জিং প্রাইস হয়েছে ১৫ টাকায়। সর্ব‌শেষ শেয়ারদর অনুযায়ী ব‌্যাংক‌টির পিই রে‌শিও অবস্থান কর‌ছে ৫.৮৮ পয়ে‌ন্টে।

সর্ব‌শেষ তিন প্রা‌ন্তিকে (জানুয়াুর -‌সে‌প্টেম্বর`২১) নয় মা‌সে ব‌্যাংক‌টির শেয়ার প্রতি আয় হ‌য়ে‌ছে ২ টাকা ০৪ পয়সা। আ‌গের বছর একই সম‌য়ে ব‌্যাংক‌টির শেয়ার প্রতি আয় ছি‌লো ১ টাকা ৬৫ পয়সা।

দর পত‌নে আজ ব‌্যাংক খা‌তে ৬ষ্ঠ অবস্থা‌নে উঠে এসেছে মা‌র্কেন্টাইল ব‌্যাংক। আজ ব‌্যাংকটির শেয়ার দর ক‌মে‌ছে ৮০ পয়সা বা ৪.১৭ শতাংশ। আগেরদিন ব‌্যাংক‌টির শেয়ার দর ছি‌লো ১৯ টাকা ২০ পয়সায়। আজ ক্লো‌জিং প্রাইস হয়েছে ১৮ টাকা ৪০ পয়সায়। সর্ব‌শেষ শেয়ার দর অনুযায়ী ব‌্যাংক‌টির পিই রে‌শিও অবস্থান কর‌ছে ৪.০৮ পয়ে‌ন্টে।

সর্ব‌শেষ তিন প্রা‌ন্তিকে (জানুয়ারি -‌সে‌প্টেম্বর`২১) নয় মা‌সে ব‌্যাংক‌টির শেয়ার প্রতি আয় হ‌য়ে‌ছে ৩ টাকা ৩৮ পয়সা। আগের বছর একই সম‌য়ে ব‌্যাংক‌টির শেয়ার প্রতি আয় ছি‌লো ১ টাকা ৬৪ পয়সা।

About the author

sharebazarU

Leave a Comment