সিকিউরিটিজ আইন ভঙ্গের দায়ে জরিমানার কবলে পড়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত মুন্নু সিরামিক। কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালকসহ প্রত্যেক পরিচালককে ১ কোটি টাকা করে জরিমানার সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
আজ সোমবার (১৫ ফেব্রুয়ারি) বিএসইসির ৭৬১তম সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
তথ্যমতে, মুন্নু সিরামিক রুল ১২(১) (২) অব দ্যা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ রুলস, ১৯৮৭, কমিশনস নোটিফিকেশন নং বিএসইসি/সিএমআরআরসিডি/২০০৬-১৫৮/অ্যাডমিন/৮১ ডেটেড জুন ২০, ২০১৮ এবং সেকশন ১৭ (বি) অব দ্যা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স ১৯৬৯ ভঙ্গের দায়ে মুন্নু সিরামিকের ব্যবস্থাপনা পরিচালকসহ প্রত্যেক পরিচালককে (স্বতন্ত্র পরিচালক ব্যতিত) ১ কোটি টাকা করে জরিমানার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।