পুঁজিবাজারে তালিকাভুক্ত রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক, রূপালী ব্যাংক লিমিটেড বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। ৩১ ডিসেম্বর ২০২০ সালের সমাপ্ত অর্থ বছরের জন্য এ ডিভিডেন্ড ঘোষণা করা হয়। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, ৩১ ডিসেম্বর ২০২০ সালের সমাপ্ত অর্থ বছরে ব্যাংকটির শেয়ার প্রতি ইপিএস হয়েছে ৪৯ পয়সা।
ডিভিডেন্ড অনুমোদনের জন্য ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ১৮ আগষ্ট অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে আগামী ১৪ জুলাই রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।