৩০০ কোটি টাকার জিরো কুপন বন্ড ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি লঙ্কাবাংলা ফাইন্যান্স লিমিটেড। সংশ্লিষ্ট সুত্রে এ তথ্য জানা যায়।
আজ মঙ্গলবার (৬ মার্চ) ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত কোম্পানির ১২৯তম পরিচালনা পর্ষদ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
তথ্যমতে, চলমান অর্থায়ন প্রয়োজনীয়তায় কোম্পানিটি ৩০০ কোটি টাকার (ফেস ভ্যালুতে) নন কনভার্টেবল জিরো কুপন বন্ড ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে।
বিষয়টি বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এর অনুমোদনের পর বাস্তবায়ন করা হবে।