পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেছেন, আগামীতে মার্কেট অনেক ভাল হবে। তাই অযথা পেনিকড হয়ে শেয়ার বিক্রি করে লোকসান করবেন না। একই সাথে মার্কেটে দীর্ঘ মেয়াদে বিনিয়োগ করার আহ্বান জানান তিনি। পুঁজিবাজার এক্সপ্রেস এর সাথে এক স্বাক্ষাতকারে বিনিয়োগকারীদের উদ্দেশ্যে এ আহ্বান জানান শিবলী রুবাইয়াত।
তিনি বলেন, অনেকের মার্জিন লোনের কারণে ফোর্স সেল হচ্ছিল; তাদের জন্য আমরা মার্জিনটা বাড়িয়ে দিয়েছি। সুতরাং ফোর্স সেল এর কোন ভয় নেই। তাই পেনিক সেল না হলেই হলো এখন।