সপ্তাহজুড়ে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক টপটেন গেইনার বা শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ডমিনেজ স্টল বিল্ডিং সিস্টেমস লিমিটেড।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসইর তথ্যমতে, গত সপ্তাহে কোম্পানির দর বেড়েছে ৫৯ দশমিক ৫৬ শতাংশ। শেয়ারটি সর্বমোট ১ কোটি ৬৮ লাখ ২৮ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৩৩ লাখ ৬৫ হাজার ৬০০ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ইউনিলিভার কনজিউমার কেয়ারের দর বেড়েছে ২৭ দশমিক৬২ শতাংশ। শেয়ারটি সর্বমোট ২০ কোটি ৮০ লাখ ৪০ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১ কোটি ১৬ লাখ ৮ হাজার ৬০০ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা ফরচুন সুজের দর বেড়েছে ২৫ দশমিক ৪৩ শতাংশ। শেয়ারটি সর্বমোট ৯৬ কোটি ৭১ লাখ ৫০ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১৯ কোটি ৩৪ লাখ ৩০ হাজার টাকা।
তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে–রূপালী ইন্স্যুরেন্সের ২২ দশমিক ৭১ শতাংশ, ফাইন ফুডসের ২০ দশমিক ৯৩ শতাংশ, অ্যাকটিভ ফাইনের ১৮ দশমিক ৩১ শতাংশ, ম্যাকসন স্পিনিংয়ের ১৭ দশমিক ৬৫ শতাংশ, রিপাবলিক ইন্স্যুরেন্সের ১৫ দশমিক ৪৪ শতাংশ, মিরাকেল ইন্ডাস্ট্রিজের ১৫ দশমিক ১৫ শতাংশ এবং আফতাব অটোমোবাইলের ১৪ দশমিক ৮৮ শতাংশ দাম বেড়েছে।