আজ রোববার সপ্তাহের প্রথম কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক পতনের মধ্যে দিয়ে প্রথম ঘন্টার লেনদেন শুরু হয়েছে। এদিন বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।তবে কমেছে দৈনিক লেনদেনের পরিমাণ।
এদিন বেলা ১১টা পর্যন্ত ডিএসইতে ১২৬ কোটি ৮০ লাখ ৯৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর গত কার্যদিবসের একই সময়ে ১৪৮ কোটি ৩৯ লাখ ৮৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সেই হিসেবে আজ প্রথম ঘন্টায় লেনদেন কমেছে ২১ কোটি ৫৮ লাখ ৯১ হাজার টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৪.৪৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৬৯২ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ০.৫৩ পয়েন্ট বেড়ে দাড়িয়েছে ১ হাজার ৪৪২ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১০.৩৩ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৪৫২ পয়েন্টে।
ডিএসইতে ৩৬৬ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৮৮ টির, কমেছে ১০৪ টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৪ টির।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) আজ মূল্য সূচক পতনের মধ্যে দিয়ে লেনদেন শুরু করেছে। এই সময়ে সিএসইতে ২ কোটি ৩১ লাখ ৪২ হাজার ৫১৩ টাকার শেয়ার লেনদেন হয়েছে।