সর্বোচ্চ দরেও পাওয়া যাচ্ছে না শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানির শেয়ার। কোম্পানিগুলো হলো- লাভেলো আইস্ক্রিম, ফরচুন সুজ এবং রিংশাইন। আজ বেলা সোয়া ১১টায় এসব কোম্পানির শেয়ারের ক্রেতা থাকলেও বিক্রেতা ছিলনা। যে কারণে কোম্পানিগুলোর শেয়ার বিক্রেতা সঙ্কটে হল্টেড হয়ে যায়। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, লাভেলো আইস্ক্রিমের দর গতকাল রোববার ছিল ৩৬ টাকা ৯০ পয়সা, যা আজ সোমবার ৩ জানুয়ারি দাঁড়িয়েছে ৪০ টাকা ৫০ পয়সা। অর্থাৎ আগের দিনের তুলনায় কোম্পানিটির দর বেড়েছে ৩ টাকা ৬০ পয়সা বা ৯.৭৫ শতাংশ।
ফরচুন সুজের দর গতকাল রোববার ছিল ১০১ টাকা ৩০ পয়সা, যা আজ সোমবার ৩ জানুয়ারি দাঁড়িয়েছে ১১০ টাকা ৭০ পয়সা। অর্থাৎ আগের দিনের তুলনায় কোম্পানিটির দর বেড়েছে ৯ টাকা ৪০ পয়সা বা ৯.২৭ শতাংশ।
রিংশাইনের দর গতকাল রোববার ছিল ৯ টাকা ৭০ পয়সা, যা আজ সোমবার ৩ জানুয়ারি দাঁড়িয়েছে ১০ টাকা ৬০ পয়সা। অর্থাৎ আগের দিনের তুলনায় কোম্পানিটির দর বেড়েছে ৯ পয়সা বা ৯.২৭ শতাংশ।