এক্সক্লুসিভ

সূচকের উত্থানে লেনদেন ৩৭৪ কোটি টাকা

Written by Pujibazar Express

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (৩০ মে) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারদর। পাশাপাশি গত কার্যদিবসের তুলনায় সামান্য বেড়েছে লেনদেনও।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ২৩ দশমিক ৪৩ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ২৫১ পয়েন্টে।

এছাড়াও, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ০৪ দশমিক ৭৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৪৩ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ০৪ দশমিক ৯০ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮৭৪ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে ৩৭৪ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৩০৬ কোটি ৬৭ লাখ টাকা।

আজ ডিএসইতে মোট ৩৮৯ টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ২১৩ টি কোম্পানির, বিপরীতে ১২৬টি কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৫০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

About the author

Pujibazar Express

Leave a Comment