আজ ১২ ডিসেম্বর সপ্তাহের প্রথম কার্যদিবসে সূচকের পাশাপাশি কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। তবে বেড়েছে দৈনিক লেনদেনের পরিমাণ। দিন শেষে আজ ২৬.৩২ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে।
জানা যায়, আজ ৯ ডিসেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৯২ শতাংশ বা ৬৪.৩৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৯২০.৩৫ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৮.০৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৪৬৭.৪০ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২৮.১০ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৬০৪.০৮ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯৯ টির, কমেছে ২৪২ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ২৬.৩২ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। সারাদিনে ডিএসইতে ৩০ কোটি ৮ লাখ ৬৯ হাজার ২৫১টি শেয়ার ২ লাখ ২৪ হাজার ৪৭০ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ১ হাজার ১৪৮ কোটি ২৩ লাখ ৮৭ হাজার টাকা।
গতকার্যদিবস ৯ ডিসেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৪৬ শতাংশ বা ৩২.৬০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৯৮৪.৭৪ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৮.৩৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪৭৫.৪৬ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১১.১৪ পয়েন্ট বেড়েছে অবস্থান করছে ২ হাজার ৬৩২.১৯ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২১৪ টির, কমেছে ১০৬ টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৭ টির। অর্থাৎ পুঁজিবাজারে গতকার্যদিবসে ৫৬.৭৬ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। সারাদিনে ডিএসইতে ২৫ কোটি ৫৭ লাখ ৫০ হাজার ৪৪৪টি শেয়ার ১ লাখ ৯৯ হাজার ৩৩১ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ১ হাজার ৪৩ কোটি ৪৫ লাখ ৬৫ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ১০৪ কোটি ৭৮ লাখ ২২ হাজার টাকা।
এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৮৭ শতাংশ বা ১৭৮.০৫ পয়েন্ট কমে অবস্থান করছে ২০ হাজার ২৮৪.১২ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৯৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ৮৬ টির, কমেছে ১৯৪ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭ টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৪৩ কোটি ৩ লাখ ৮৯ হাজার ৬ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৩৯ কোটি ৪৮ লাখ ৯২ হাজার ৭৫২ টাকা। অর্থাৎ সিএসইতে আজ লেনদেন বেড়েছে ৩ কোটি ৫৪ লাখ ৯৬ হাজার ২৫৪ টাকা।