এক্সক্লুসিভ

সূচকের ব্যাপক পতনে লেনদেন কমেছে

Written by Pujibazar Express

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১০ জুন) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) মূল্য সূচকের বড় পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে গতদিনের তুলনায় কমেছে লেনদেনের পরিমাণ। কমেছে ৩৪২ কোম্পানির শেয়ারের দর।

সূত্র মতে, এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসই এক্স ৬৫ দশমিক ৬৭ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি দাড়িয়েছে ৫ হাজার ১০৫ পয়েন্টে।

এছাড়া, এদিন ডিএসইএস সূচক ১৭ দশমিক ১৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ১০৩ পয়েন্টে এবং ডিএসই৩০ সূচক ২৩ দশমিক ৬৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৮১১ পয়েন্টে।
ডিএসইতে আজ মোট ৩১৮ কোটি ৭৮ লাখ ৫২ হাজার টাকা লেনদেন হয়েছে। এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৩৫৭ কোটি ৯০ লাখ ২২ হাজার টাকা।

আজ মোট ৩৯১ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। দর বৃদ্ধি পেয়েছে ২৬ কোম্পানির। শেয়ারদর কমেছে ৩৪২ কোম্পানির শেয়ারের দাম কমেছে। বাকী ২৩টি প্রতিষ্ঠানের শেয়ারদর অপরিবর্তিত রয়েছে।

About the author

Pujibazar Express

Leave a Comment