পুঁজিবাজারে কাগজ ও প্রকাশনা খাতের সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড ২: ১ (আর) অনুপাতে রাইট শেয়ার ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ বিদ্যমান ২টি শেয়ারের বিপরীতে ১টি রাইট শেয়ার পাবেন বিনিয়োগকারীরা। আজ ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত কোম্পানির পর্ষদ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনা অনুযায়ী তালিকাভুক্ত প্রতিটি কোম্পানির পরিশোধিত মূলধন ৩০ কোটির ওপরে থাকতে হবে। নিয়ন্ত্রক সংস্থার সেই নির্দেশনা বাস্তবায়নে কোম্পানিটি রাইট শেয়ার ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। প্রতিটি রাইট শেয়ারের মূল্য ধরা হয়েছে ১০ টাকা। উত্তোলিত অর্থ দিয়ে কোম্পানিটি মূলধনী যন্ত্রপাতি ক্রয় করবে।
রাইট শেয়ার সংক্রান্ত রেকর্ড ডেট ৭ অক্টোবর নির্ধারণ করা হয়েছে। শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য কোম্পানির বিশেষ সাধারণ সভা (ইজিএম) আগামী ১১ নভেম্বর বেলা সাড়ে ১২টায় ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত হবে। শেয়ারহোল্ডারদের অনুমোদনের পর নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন পেলে পরবর্তীতে আরেকটি রেকর্ড ডেট নির্ধারণ করা হবে। রাইট শেয়ার সংক্রান্ত ইস্যু ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করবে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড।