এক্সক্লুসিভ

হতাশায় বিনিয়োগকারীরা,থামছেইনা দরপতন

Written by Pujibazar Express

রমজানের আগে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সঙ্গে স্টেকহোল্ডারদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে বাজারে তারল্য বাড়াতে বেশকিছু সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু আজ তৃতীয় রমজান শেষ হলেও কথার কাজে মিল পাচ্ছেন না বিনিয়োগকারীরা। দিন যত যাচ্ছে ততই দরপতনে অস্থিরতা বেড়ে চলেছে।

আজ ৫ এপ্রিল মঙ্গলবার সপ্তাহের তৃতীয় কার্যদিবসে সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের পাশাপাশি কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর ও দৈনিক লেনদেনের পরিমাণ। দিন শেষে আজ ১৩.৩৮ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে।

জানা যায়, আজ ৪ এপ্রিল ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৩৬ শতাংশ বা ২৪.৬১ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৬৯৪.৩০ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১.২৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৪৬০.৭৭ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৪.০৮ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৪৬৪.৬২ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৮১ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫১ টির, কমেছে ২৮৬ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৪ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ১৩.৩৮ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। সারাদিনে ডিএসইতে ১৩ কোটি ৯১ লাখ ৯৫ হাজার ১৪২টি শেয়ার ১ লাখ ৪ হাজার ৪ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৫৭৫ কোটি ৮৩ লাখ ১২ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ৪ এপ্রিল ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৭৮ শতাংশ বা ৫৩ পয়েন্ট কমে অবস্থান করেছে ৬ হাজার ৭১৮.৯১ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৮.৮৮ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ৪৬২.০৪ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৯.২৫ পয়েন্ট কমে অবস্থান করেছে ২ হাজার ৪৬৮.৭১ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৮১ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ৪৬ টির, কমে ২৯৬ টির এবং অপরিবর্তিত রয় ৩৯ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ১২.০৭ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। সারাদিনে ডিএসইতে ১৫ কোটি ৬৫ লাখ ১১ হাজার ৯৫৬টি শেয়ার ১ লাখ ১০ হাজার ৭২৫ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৬২০ কোটি ৬৬ লাখ ৯০ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন কমেছে ৪৪ কোটি ৮৩ লাখ ৭৮ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.২১ শতাংশ বা ৪২.৮৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১৯ হাজার ৬৫৭.৬৯ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৮৪ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ৬২ টির, কমেছে ১৯৩ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯ টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ১২ কোটি ৩৩ লাখ ৩৫ হাজার ৮৫৭ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিলো ১৪ কোটি ৫৫ লাখ ৭৬ হাজার ২০১ টাকা। অর্থাৎ সিএসইতে আজ লেনদেন কমেছে ২ কোটি ২২ লাখ ৪০ হাজার ৩৪৪ টাকা।

About the author

Pujibazar Express

Leave a Comment