সপ্তাহজুড়ে পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ৭ কোম্পানি সমাপ্ত সময়ের প্রথম, দ্বিতীয় ও দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। সংশ্লিষ্ট সুত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হচ্ছে-
পূরবী জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেড: দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৫ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ৪২ পয়সা।
আর অর্ধ-বার্ষিকীতে (জানুয়ারি-জুন,২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৮৩ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ৬৭ পয়সা।
প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড: চলতি হিসাববছরের প্রথম ও দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটি শেয়ার প্রতি আয় করেছিল ০৫ পয়সা। আলোচ্য সময়ে শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১১ টাকা ৮৫ পয়সা।
এছাড়া, চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় হয়েছে ০৪ পয়সা। গত বছরের দ্বিতীয় প্রান্তিকে লোকসান ছিল ০.০৫ পয়সা ছিল।
অন্যদিকে হিসাববছরের প্রথম দুই প্রান্তিক তথা ৬ মাসে (জানুয়ারি’২১-জুন’২১) কোম্পানির শেয়ার প্রতি আয় ছিল ০৯ পয়সা। গত বছরের দ্বিতীয় প্রান্তিকে লোকসানও ছিল ০৯ পয়সা।
দুই প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ৩৮ পয়সা। গত বছর একই সময়ে ক্যাশ ফ্লো ছিল ০৭ পয়সা।
গত ৩০ জুন, ২০২১ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১১ টাকা ৮৫ পয়সা।
ফনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেড: দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১৮ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ১৬ পয়সা।
অন্যদিকে, চলতি অর্থবছরের প্রথম ৬ মাসে (জানুয়ারি-জুন’২১) কোম্পানিটির আয় হয়েছে ৬৩ পয়সা। আগের বছর একই সময়ে আয় ছিল ৫২ পয়সা।
৩০ জুন তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য হয়েছে ২২ টাকা ৬৪ পয়সা।
ফিনিক্স ইন্স্যুরেন্স লিমিটেড: চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২১-জুন’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৭০ পয়সা। গত বছরের দ্বিতীয় প্রান্তিকে ইপিএস ২৮ পয়সা ছিল।
অন্যদিকে হিসাববছরের প্রথম দুই প্রান্তিক তথা ৬ মাসে (জানুয়ারি’২১-জুন’২১) কোম্পানির ইপিএস হয়েছে ১ টাকা ৩৯ পয়সা। গত বছরের দ্বিতীয় প্রান্তিকে ইপিএস ৮৩ পয়সা ছিল।
দুই প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ১ টাকা ২১ পয়সা, যা গত বছরের একই সময়ে ৫৪ পয়সা ছিল।
গত ৩০ জুন, ২০২১ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৪১ টাকা ৮৩ পয়সা।
ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ লিমিটেড: চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-মার্চ’২১)অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৬৫ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ৩১ পয়সা।
অন্যদিকে, চলতি অর্থবছরের প্রথম ৬ মাসে (জানুয়ারি-জুন’২১) কোম্পানিটির আয় হয়েছে ১ টাকা ৩৪ পয়সা। আগের বছর একই সময়ে আয় ছিল ৭৪ পয়সা।
৩০ জুন তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য হয়েছে ১৭ টাকা ২৬ পয়সা।
ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড: চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২১-জুন’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি লোকসান হয়েছে ২৬ পয়সা। গত বছরের দ্বিতীয় প্রান্তিকে সমন্বিত লোকসান ছিল ১ টাকা ২৭ পয়সা ছিল।
অন্যদিকে হিসাববছরের প্রথম দুই প্রান্তিক তথা ৬ মাসে (জানুয়ারি’২১-জুন’২১) কোম্পানির সমন্বিতভাবে শেয়ার প্রতি লোকসান ছিল ৮৪ পয়সা। গত বছরের দ্বিতীয় প্রান্তিকে সমন্বিত লোকসান ছিল ১ টাকা ৪০ পয়সা।
দুই প্রান্তিকে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ২৩ পয়সা। গত বছর একই সময়ে ক্যাশ ফ্লো ছিল মাইনাস ২ টাকা ৪ পয়সা।
গত ৩০ জুন, ২০২১ তারিখে সমন্বিতভাবে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩ টাকা ২৮ পয়সা।
রিপাবলিক ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড: গত ৩০ জুন, ২০২১ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ৬৩ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটির ইপিএস হয়েছিল ৩৭ পয়সা।
অন্যদিকে চলতি হিসাববছরের প্রথম দুই প্রান্তিকে (জানুয়ারি’২১-জুন’২১) কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ২৩ পয়সা, যা আগের বছরের একই সময়ে ৯১ পয়সা ছিল।
গত ৩০ জুন তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১৭ টাকা ৪২ পয়সা।
বাটা সু লিমিটেড: দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন‘২১) অনিরিক্ষীত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ১ টাকা ১৫ পয়সা। গত বছর একই সময় শেয়ার প্রতি লোকসান ছিল ৫৩ টাকা ৭৪ পয়সা।
এদিকে, প্রথম ২ প্রান্তিকে তথা ৬ মাসে (জানুয়ারি-জুন‘২১) অনিরিক্ষীত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) ২ টাকা ৪৪ পয়সা। গত বছর একই সময় লোকসানের পরিমাণ ছিল ৫১ টাকা ৬৭ পয়সা।
৩০ জুন ২০২১ পযন্ত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভিপিএস) হয়েছে ২৬৫ টাকা ৫০ পয়সা। গত বছর একই সময়ে যার পরিমাণ ছিল ৩১২ টাকা ৯৮ পয়সা।
৩০ জুন ২০২১ পযন্ত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নেট অপরেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ৪০ টাকা ৯৯ পয়সা।
এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেড: চলতি হিসাববছরের প্রথম ও দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ,২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৪৮ পয়সা। আগের বছর একই সময় ছিল ৫৫ পয়সা।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) ছিল ১৬ টাকা।আগের বছর একই সময় ছিল ১৯ টাকা।
এদিকে, দ্বিতীয় প্রান্তিকে অর্ধ-বার্ষিকীতে (জানুয়ারি-জুন,২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৮৫ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ৮৩ পয়সা।
একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত সম্পদ (এনএভি) হয়েছে ১৬ টাকা ৩৭পয়সা। আগের বছর একই সময় ছিল ১৯ পয়সা।
সেন্ট্রাল ইন্স্যুরেন্স লিমিটেড: প্রথম দুই প্রান্তিকে তথা হিসাববছরের প্রথম ৬ মাসে (জানুয়ারি’২১-জুন’২১) কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৩০ পয়সা। গত বছরের একই সময়ে শেয়ার প্রতি আয় হয়েছিল ৯৫ পয়সা।
ডিএসইর তথ্য অনুসারে, চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি’২১-মার্চ’২১) কোম্পানিটির ইপিএস হয়েছিল ৭২ পয়সা। সে হিসেবে দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল’২১-জুন’২১) কোম্পানিটির ইপিএস দাঁড়ায় ৫৮ পয়সা। গত বছর এই সময়ে ইপিএস ছিল ৩৯ পয়সা।