পুঁজিবাজারে তালিকাভিুক্ত ২ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে আজ। অনুষ্ঠিত এজিএমে সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, পরিচালনা পর্ষদের প্রতিবেদন ও কোম্পানির শেয়ারহোল্ডারদের জন্য ঘোষিত ডিভিডেন্ড অনুমোদন হয়েছে। কোম্পানি দুটি হচ্ছে- ইনফরমেশন টেকনলজি কনসালটেন্ট লিমিটেড ও বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
ইনফরমেশন টেকনলজি কনসালটেন্ট লিমিটেডের ২০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) আজ বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) ভার্চুয়াল প্লাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে।সভায় ২০১৯-২০২০ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, পরিচালনা পর্ষদের প্রতিবেদন ও কোম্পানির শেয়ারহোল্ডারদের জন্য ঘোষিত ১০ শতাংশ ডিভিডেন্ড অনুমোদিত হয়। এর মধ্যে ৫ শতাংশ স্টক আর ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড।
কোম্পানির চেয়ারম্যান লিম কিয়াহ মেং এর সভাপতিত্বে সভায় ব্যবস্থাপনা পরিচালক ড. কাজী সাইফুদ্দিন মনির, স্বততন্ত্র পরিচালক মো. ওয়ালিউজ্জামান ও হাকিফুল শেখ, বিজনেস ডিরেক্টর ওসমান হায়দার, কোম্পানির সিএফও শ্যামল কান্তি কর্মকার এবং কোম্পানি সচিব অনিন্দ সরকার উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেডের ১২তম বার্ষিক সাধারণ সভা আজ বুধবার (০৯ ডিসেম্বর) ভার্চুয়াল প্লাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে। সভায় ২০১৯-২০২০ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, পরিচালনা পর্ষদের প্রতিবেদন ও কোম্পানির শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ ঘোষিত ক্যাশ ডিভিডেন্ড অনুমোদিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব ও কোম্পানির চেয়ারম্যান মো. আফজাল হোসেন। এ সময় কোম্পানির পরিচালক কুলসুম বেগম, খোন্দকার মো. আব্দুল হাই, মো. আবদুল মোমিন, ড. মাহবুবুল আলম জোয়ার্দার, কর্নেল রাকিবুল করিম চৌধুরী উপস্থিত ছিলেন।