আজ সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার, ১০ জানুয়ারি ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন চলাকালে বিক্রেতা সংকটে পড়েছে পুঁজিবাজারের তালিকাভুক্ত জেএমআই হসপিটাল রিকুইজিট অ্যান্ড ম্যানুফ্যাকচারিং লিমিটেড। বিক্রেতা সংকটে হল্টেড হয়েছে কোম্পানিটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, এদিন বেলা ১১টা ০৪ মিনিট পর্যন্ত কোম্পানিটির স্ক্রিনে ২ লাখ ৮ হাজার ৭১টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৮১ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়।
উল্লেখ্য, গতকাল শেয়ারটির সমাপনী দর ছিল ৭৩ টাকা ৮০ পয়সা।