কোম্পানি সংবাদ

আবারও গতিশীলতার দিকে পুঁজিবাজার

Written by Pujibazar Express

আজ ১ জুন ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৬৩ শতাংশ বা ৪০.৩১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৪৩৩.১৭ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৯.০৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪১২.৫৬ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৫.৬১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৩৫৫.৮৬ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৮১টির, কমেছে ৫১টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৭টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৭৪.৭৩ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। সারাদিনে ডিএসইতে ২০ কোটি ৬৫ লাখ ৭ হাজার ৫৬৮টি শেয়ার ১ লাখ ৬২ হাজার ২৮২ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৭৪৩ কোটি ১২ লাখ ৫ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ আজ ৩১ মে ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.০৭ শতাংশ বা ৪.২০ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ৬ হাজার ৩৯২.৮৬ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২.০৪ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ৪০৩.৫৩ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ০.৫৫ পয়েন্ট কমে অবস্থান করেছে ২ হাজার ৩৫০.২৫ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১৩৭টির, কমে ১৯৬টির এবং অপরিবর্তিত রয় ৪৩টির। অর্থাৎ পুঁজিবাজারে গতকাল ৩৬.৪৪ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়। সারাদিনে ডিএসইতে ১৭ কোটি ৪৯ লাখ ২৫ হাজার ৫২৫টি শেয়ার ১ লাখ ৩৮ হাজার ৬৫৫ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৬৩৭ কোটি ৮৭ লাখ ৬৮ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ১০৫ কোটি ২৪ লাখ ৩৭ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৮৩ শতাংশ বা ১৫৪.০৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮ হাজার ৮২১.৫৫ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৯০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ২০৯টির, কমেছে ৫৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ২২ কোটি ৫৯ লাখ ৭০ হাজার ৫১৯ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিলো ১৭ কোটি ৫৭ লাখ ১১ হাজার ২৫২ টাকা। অর্থাৎ সিএসইতে আজ লেনদেন বেড়েছে ৫ কোটি ২ লাখ ৫৯ হাজার ২৬৭ টাকা।

About the author

Pujibazar Express

Leave a Comment