কোম্পানি সংবাদ

এবি ব্যাংকের বন্ডে আবেদনের সময় আজ শেষ

Written by sharebazarU

এবি ব্যাংক লিমিটেডের পারপেচ্যুয়াল বন্ডে আবেদনের সময় আজ ৩০ মার্চ, ২০২৩ তারিখ শেষ হবে। এ বন্ডের আবেদনের সময় চতুর্থবারের মতো বাড়ানো হয়েছিলো। ব্যাংকটির আবেদনের পরিপ্রেক্ষিতে শেষ বারের মতো বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) বন্ডটিতে আবেদনের সময় বাড়িয়েছিলো। যা আজ শেষ হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, ৬০০ কোটি টাকার বন্ডটিতে আবেদনের সময় আজ ৩০ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছিলো। এর মধ্যে থেকে ব্যাংকটি পাবলিক অফারের মাধ্যমে ৬০ কোটি টাকা তুলবে। বন্ডটি ট্রান্সফারেবল, আনসিকিউরড, নন-কিউমুলেটিভ, কন্টিজেন্ট কভার্টেবল পারপেচ্যুয়াল বন্ড।

বন্ডের ট্রাস্টি হিসাবে দায়িত্ব পালন করবে এমটিবি ক্যাপিটাল, ইস্যু ম্যানেজার রিভার্সটোন ক্যাপিটাল এবং আন্ডার রাইটার হিসাবে কাজ করবে বিএমএসএল ইনভেস্টমেন্ট।

উল্লেখ্য, অ-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান, ইন্স্যুরেন্স কোম্পানি, তালিকাভুক্ত ব্যাংক, আঞ্চলিক রুরাল ব্যাংক, ট্রাস্ট, সংগঠন ও বিভিন্ন স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, সম্পদ ব্যবস্থাপক ফার্ম, যোগ্য বিনিয়োগকারী ও সাধারণ বিনিয়োগকারীরা আবেদন করতে পারবেন এ বন্ডটিতে। ব্যাংকের মূলধন শক্তিশালী করতেই এ উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি।

About the author

sharebazarU

Leave a Comment