এজিএম/ইজিএম/রেকর্ডডেট

এম এল ডাইং লিমিটেডের ২১ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

Written by sharebazarU

পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি এম এল ডাইং লিমিটেডের ২১ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় কোম্পানিটির নাম পরিবর্তনের অনুমোদন দেয়া হয়েছে।

শনিবার (১৭ ডিসেম্বর) গাজীপুর জেলার ভালুকাস্থ তেপান্তর রিসোর্টের অডিটোরিয়ামে কোম্পানিটির এজিএম এবং ইজিএম অনুষ্ঠিত হয়েছে।

জানা গেছে, কোম্পানিটি তার নাম ‘এম এল ডাইং লিমিটেড’ এর পরিবর্তে ‘এম এল ডাইং এন্ড স্পিনিং ইন্ডাস্ট্রিজ প্রাইভেট মিটেড’ করবে।

ইতিমধ্যে রেজিস্টার অব জয়েন্ট স্টক কোম্পানিতে নতুন নামের জন্য সার্টিফিকেট ইস্যু করেছে। কোম্পানিটি পুরাতন নামের জায়গায় নতুন নামে ডকুমেন্ট, লাইসেন্স এবং অন্যান্য তথ্য স্থানান্তর করা হবে।

About the author

sharebazarU

Leave a Comment