পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি এস.এস স্টিল লিমিটেডের স্টক ডিভিডেন্ডের প্রস্তাব অনুমোদন করেনি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, কোম্পানিটির ৮ শতাংশ স্টক ডিভিডেন্ডের প্রস্তাব বাতিল ঘোষণা করেছে বিএসইসি। কোম্পানিটি ৩০ জুন,২০২১ সমাপ্ত হিসাব বছরের জন্য ১০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল। এর মধ্যে ২ শতাংশ ক্যাশ ও ৮ শতাংশ স্টক ডিভিডেন্ড।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডাররা প্রস্তাবিত ডিভিডেন্ড অনুমোদন করেছিল। এর পরিপ্রেক্ষিতে কোম্পানিটি স্টক ডিভিডেন্ড অনুমোদনের জন্য বিএসইসিতে আবেদন করলে কমিশন আবেদন বাতিল করে দেয়।
এর ফলে কোম্পানিটির আলোচ্য বছরে ডিভিডেন্ডের পরিমাণ দাঁড়াচ্ছে ২ শতাংশ।